ঐতিহাসিক আলিগড়ের নাম বদলে দিচ্ছে বিজেপি? 'আলি' বাদ দিয়ে বসছে...

Aligarh Name Changed to Harigarh : আলিগড় মিউনিসিপ্যাল কর্পোরেশন সর্বসম্মতিক্রমে শহরের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব পাস করেছে।

"নামে কী এসে যায়?" ভারতের ক্ষেত্রে এই বাক্য যে আর খাটবে না তা কয়েক বছরে স্পষ্ট হয়ে গিয়েছে। ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিশেষ কিছু নামকে বদলে দেওয়ার ঢল নেমেছে। নামে মুঘল যুগ, মুসলিম শব্দ বা ইতিহাস প্রসঙ্গে আসা মুসলিম শাসকের উল্লেখ থাকলেই তা একেবারে বদলে দেওয়ার দিকেই এগোচ্ছেন ক্ষমতাসীন দলের কর্মকর্তারা। বিখ্যাত মুঘলসরাই স্টেশন পালটে হয়ে গিয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। ২০১৯ সালের জানুয়ারি মাসে এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করা হয়। এবার সেই উত্তরপ্রদেশের আরেকটি বিখ্যাত শহরের নাম পাল্টে যাওয়ার দিকেই এগোচ্ছে। আলিগড় মিউনিসিপ্যাল কর্পোরেশন সর্বসম্মতিক্রমে শহরের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব পাস করেছে। প্রস্তাবটি মেয়র প্রশান্ত সিংগাল একটি সভায় উপস্থাপন করেন, সমস্ত কাউন্সিলররাই তা সমর্থনও করেন।

যদি উত্তরপ্রদেশ সরকার আলিগড়ের নাম পরিবর্তনের প্রস্তাবে সবুজ সঙ্কেত দেয়, তাহলে বিজেপি-শাসিত এই রাজ্যে নাম পরিবর্তনের তালিকায় নয়া সংযোজন হবে আলি বদলে হরি করে দেওয়া এই শহর। আলিগড়ের মেয়র প্রশান্ত সিংগাল বলছেন, আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার জন্য একটি প্রস্তাব পেশ করা হয় যা সমস্ত কাউন্সিলরের সর্বসম্মতিক্রমে পাস হয়। নিয়ম অনুযায়ী এবার এই প্রস্তাবটি প্রশাসনের কাছে পাঠানো হবে। তিনি প্রচণ্ডই আশাবাদী যে আলি বদলে হরি হয়ে যাওয়া সময়ের অপেক্ষা শুধু।

কোনও রাজ্যের সরকার রাজ্যের মধ্যে যে কোনও শহর বা এলাকার নাম পরিবর্তন করতেই পারে। পৌরসভা সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করার পরে, রাজ্য সরকারকে তা জানানো হবে। তারপরে রাজ্য সরকার অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রস্তাবটি পাঠাবে। যদি মন্ত্রক এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলি তা অনুমোদন করে তবে রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করতে পারে।

আরও পড়ুন- কোটি টাকার সম্পত্তি, লাখ টাকার বন্দুক! আদিত্যনাথের সম্পদের বিবরণ চমকে দেবে

আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রথম প্রস্তাব আসে ২০২১ সালে একটি জেলা পঞ্চায়েত মিটিংয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পাঠানোও হয়েছিল এই প্রস্তাব। ২০১৯ সালেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁর সরকার রাজ্য জুড়ে বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করতে চলেছে। যোগী স্পষ্ট বলেছিলেন, "আমাদের যা ভালো মনে হয়েছিল আমরা তাই করেছি। আমরা মুঘলসরাইকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর, এলাহাবাদকে প্রয়াগরাজ এবং ফৈজাবাদ জেলার নাম অযোধ্যা জেলা রেখেছি। যেখানে প্রয়োজন হবে সেখানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে।" ফলে আলি বদলে হরি হতে যে বেশি সময় লাগবে না তা বোঝাই যাচ্ছে।

ফৈজাবাদ জেলা এবং এলাহাবাদের নাম পরিবর্তনের পর ক্ষমতাসীন বিজেপি দলের সদস্যরা বহু বছর ধরেই অন্যান্য শহরগুলিরও নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। আগ্রার একজন নেতা বলেছিলেন, আগ্রার নাম পরিবর্তন করে আগ্রাবন বা আগরওয়াল রাখা হবে, অন্য একজন প্রস্তাব দেন যে মুজফফরনগরের নাম পরিবর্তন করে লক্ষ্মী নগর রাখা হবে।

২০১৭ সালের মার্চ মাসে ক্ষমতায় আসার পর থেকেই যোগী আদিত্যনাথ সরকার অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির (এসপি) সরকারের শুরু করা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সহ অনেকগুলি প্রকল্প এবং প্রকল্পের নাম পরিবর্তন করেছে। যে যে নাম বদল করলে বিজেপির প্রকাশ্য গোপন এজেন্ডা সফল হয়, তা করতে বিজেপি বদ্ধ পরিকর। ইতিহাসের মেরুকরণ, হিন্দুকরণ ঘটানোর যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে ওঠে তাতে বিশেষ আমল কোনও কালেই দেয়নি এই গেরুয়া দল। নামে আসে যায় বলেই, আগ্রাকে আগরওয়াল করে দেওয়ার মতো ভাবনার জন্ম হয়, আলিগড়ের প্রথম অংশটি নিয়ে প্রবল এসে যায় বলেই তো হরির শরণাপন্ন ভারতীয় জনতা পার্টি।

More Articles