ভক্তদের রামলালা দর্শনের আশায় জল! কেন অযোধ্যা সিটি ট্যুর বাতিল করছে মন্দির ট্রাস্ট?

Ayodhya Ram Temple consecration: নতুন বিগ্রহ দেখতে উপচে পড়তে পারে ভক্তদের ভিড়। যা সামাল দিতে প্রশাসনকে বেগ পেতে হতে পারে।

অবশেষে ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে রামজন্মভূমি। অযোধ্য়ার সুবিশাল মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালার। সেই জন্য সাজো সাজো রব দেশ জুড়ে। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে তাবড় লোকজন। আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। দর্শকদের জন্য আগামী ২৪ জানুয়ারি থেকে খুলে দেওয়া হবে মন্দির। তবে তার আগেই রামলালার দর্শন পাওয়ার কথা ছিল অযোধ্যাবাসীর। আগামী ১৭ জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে প্রবেশের আগে রামলালাকে নিয়ে নগরভ্রমণের পরিকল্পনা ছিল রামমন্দির ট্রাস্টের। তবে ভিড় ও নিরাপত্তার কথা বিবেচনা করে সেই কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে বলে খবর।

এবার সোজা মন্দিরের গর্ভগৃহেই প্রবেশ করবেন রামলালা। আর তাঁর নগর পরিদর্শন করা হচ্ছে না। সম্প্রতি তেমনই জানানো হয়েছে রামমন্দির ট্রাস্টের তরফে। স্বাভাবিক ভাবেই এই ঘোষণার শুনে কিছুটা হতাশ অযোধ্যামন্দির। মন্দিরে প্রবেশের আগেই রামলালাকে দর্শনের এমন সুযোগ হাতছাড়া হয়ে গেল অযোধ্যাবাসীর। তবে নিরাপত্তার কারণেই যে এমন সিদ্ধান্ত তা পরিষ্কার করে দেওয়া হয়েছে রাম জন্মভূমি ট্রাস্ট কর্তৃপক্ষের তরফে।

আরও পড়ুন: ৩৯২টি স্তম্ভ, ৪৪টি ফটক থেকে এআই নিরাপত্তা! যে ভাবে সেজে উঠেছে অযোধ্যার রামমন্দির

আগামী ১৭ জানুয়ারি রামলালার অযোধ্যা নগর পরিভ্রমণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। যাতে অযোধ্যাবাসী বিগ্রহের দর্শন করতে পারেন, সে জন্য়ই এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কিন্তু নতুন বিগ্রহ দেখতে উপচে পড়তে পারে ভক্তদের ভিড়। যা সামাল দিতে প্রশাসনকে বেগ পেতে হতে পারে। অযোধ্যা জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পরেই রামলালার নগরভ্রমণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ।

অযোধ্যার জেলাশাসক জানিয়েছেন, রামলালার দর্শন পেতে তো কেবলমাত্র স্থানীয়রাই নয়। দূরদূরান্ত থেকে ভক্ত সমাগমের সম্ভাবনা। যার ফলে মাত্রাতিরিক্ত ভিড়ের আশঙ্কা করা যাচ্ছে। আর তেমন পরিস্থিতি হলে পদপিষ্ট হওয়ার শঙ্কাও বেড়ে যায়। সব দিক খতিয়ে দেখেই রামলালার অযোধ্যা সিটি ট্যুরের কর্মসূচী বাতিল করা হয়েছে।

তবে নগর ভ্রমণ বাতিল হলেও মন্দির চত্বরে ঘোরানো হবে রামলালাকে। সেসময় রামলালাকে সচক্ষে দেখার সুযোগ পাবেন অযোধ্যাবাসী। জানা গিয়েছে, মন্দির চত্বরে প্রদক্ষিণ করার পরেই গর্ভগৃহে প্রবেশ করবেন রামালালা। ট্রাস্ট কর্তৃপক্ষ ও কাশীর আচার্যদের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। রামলালার মূর্তিটি তৈরি করেছেন কর্ণাটকের বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ। আর সেই মূর্তি দর্শনের জন্য় অধীর গোটা দেশ। প্রধানমন্ত্রী পর্যন্ত সেই অতিরিক্ত আগ্রহ নিয়ে বেশ শঙ্কিত। মোদি এবং মন্দির ট্রাস্ট উভয়ই বারবার ভক্তদের কাছে অনুরোধ করেছেন, যাতে ২২ জানুয়ারির অনুষ্ঠানে সকলে মন্দিরে না এসে পড়েন। মানুষের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। বরং ওই দিন প্রতিটি বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি অনুষ্ঠান পালনের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: মোদির রামমন্দির উদ্বোধনে কেন ব্রাত্য লালকৃষ্ণ আদবানিরা?

২৪ জানুয়ারি থেকে ভক্তদের জন্য খুলে যাবে মন্দির। তার পরেই যে ভক্তরা রামমন্দিরমুখো হন, এমন আর্জিও জানানো হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। তবে রামলালার মন্দিরের উদ্বোধন বলে কথা। ফলে প্রধানমন্ত্রী যা-ই বলুন না কেন, যতই আবেদন করুন না কেন, রামমন্দির উদ্বোধনের দিন যে ভিড় হবেই, সেই সম্ভাবনা মোটেই উড়িয়ে দিতে পারছেন না মন্দির কর্তৃপক্ষ।

 

More Articles