যৌনহেনস্থা মামলায় এবার গঠন চার্জ, কবে গ্রেফতার হবেন প্রাক্তন কুস্তিকর্তা ব্রিজভূষণ?

Brij Bhushan Sharan Singh: দেশের কুস্তি ফেডারেশনের সভাপতি পদে থাকাকালীন একাধিক মহিলা কুস্তিগিরকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল ব্রিজ ভূষণের বিরুদ্ধে।

ক্রমশ বিপাক বাড়ছে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ও বিদায়ী বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের। এতদিন ধরে তাঁর বিরুদ্ধে যৌনহেনস্থার অভিযোগ করে গিয়েছেন একাধিক পদকজয়ী কুস্তিগীর। এমনকী রাস্তায় নেমে আন্দোলন পর্যন্ত করেন তাঁরা। তবে বাহুবলী সেই নেতার টিকিও ছুঁতে পারেনি প্রশাসন। তবে সেই সুদিন কেটেছে ব্রিজভূষণের পদকজয়ী কুস্তিগীরদের যৌনহেনস্থার অভিযোগে এবার তার বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিল দিল্লির একটি আদালত।

প্রায় ৬ জন কুস্তিগিরকে যৌন হেনস্থা করার অভিযোগ রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। বিজেপির এককালের বাহুবলী নেতা ও ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে এবার চার্জ গঠনের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট। আদালত জানিয়েছে, যে ৬ জন মহিলার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে, তার মধ্যে পাঁচটি ক্ষেত্রেই যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৩৫৪ ডি ধারায় চার্জ গঠন করা হচ্ছে বলে খবর। স্বাভাবিক ভাবেই, এর পরে যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন ব্রিজভূষণ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই জল্পনা।

আরও পড়ুন: ‘ফেরার’ রেভান্নার বিরুদ্ধে জারি লুক আউট নোটিস! বিজেপি-ঘনিষ্ঠ নেতাকে ধরতে সাহায্য করবেন মোদি-শাহরা?

দেশের কুস্তি ফেডারেশনের সভাপতি পদে থাকাকালীন একাধিক মহিলা কুস্তিগিরকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল ব্রিজ ভূষণের বিরুদ্ধে। তার বিরুদ্ধে যৌন হেনস্থার বিরুদ্ধে রাস্তায় নামেন সাক্ষী মালিক, বিনেশ ফোগট, বজরং পুনিয়াদের মতো দেশের প্রথম সারির কুস্তিগিরেরা। গত বছর ১৫ জুন ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (মহিলার সম্ভ্রমহানির উদ্দেশ্যে নিগ্রহ বা জবরদস্তি করা), ৩৫৪এ (যৌন হেনস্থা), ৩৫৪ডি (চুপিচুপি নজর রাখা) এবং ৫০৬ (অপরাধমূলক হুমকি) ধারায় চার্জশিট পেশ করেছিল দিল্লি পুলিশ। এক নাবালিকা-সহ ছ’জন মহিলা কুস্তিগির পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। দীর্ঘ দিন দিল্লি পুলিশ কোনও পদক্ষেপ না করায় যন্তর মন্তরে ধর্নাও দিয়েছিলেন বজরং, সাক্ষীরা। তবে সে সময় টনকও নড়েনি প্রশাসনের। বরং দিব্যি ছাতি ফুলিয়েই ঘুরে বেরিয়েছে ব্রিজভূষণ।

এবারের লোকসভা ভোটে উত্তরপ্রদেশের কাইসেরগঞ্জ আসন থেকে তাঁকে প্রার্থী করার সাহস দেখায়নি বিজেপি। বরং ব্রিজভূষণের পাশে থাকার বার্তা গিতে ব্রিজের ছেলেকেই লোকসভা ভোটে ওই কেন্দ্রে টিকিট দেয় গেরুয়া শিবির। একসময় এই কাইসরগঞ্জেরই বাহুবলী নেতা এই ব্রিজ। তবে সেই প্রতাপ তার আজ আর নেই। বরং মাথার উপর ঘুরছে যখনতখন গ্রেফতারির ফাঁড়া। শুক্রবার দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রিয়ঙ্কা রাজপুত জানান, তাঁর বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলায় যথেষ্ট অভিযোগ রয়েছে। সেই মামলায় ব্রিজভূষণের পাশাপাশি কুস্তি ফেডারেশনের প্রাক্তব সহসচিব বিনোদ তোমরের বিরুদ্ধেও চার্জ গঠনের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন:কুস্তিগীরদের যৌন হেনস্থার ‘শাস্তি’? ব্রিজ ভূষণের ছেলেকে এবার টিকিট বিজেপির

ওয়াকিবহাল মহলের কেউ কেউ বলছেন, এর ফলে আইনি চাপ বেশ খানিকটা বাড়ল ব্রিজভূষণের। এক কথায় এই সব অভিযোগের হাত থেকে রেহাই পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়াতে চলেছে। ব্রিজভূষণের বিরুদ্ধে আদালতের এই পদক্ষেপে খানিকটা হলেও স্বস্তি পেয়েছেন প্রতিবাদী কুস্তিগিরেরা। সাক্ষী বলেছেন, ‘‘এটা আমাদের লড়াইয়ের জয়। ছোট ছোট মেয়েরাও এ বার প্রতিবাদ করার সাহস পাবে। আমরা একটা উদাহরণ তৈরি করতে পেরেছি। আশা করছি অভিযুক্ত উপযুক্ত শাস্তি পাবেন। আমাদের যথেষ্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমরা কিন্তু নিজেদের অবস্থান পরিবর্তন করছি না। আমরা শেষ পর্যন্ত লড়াই করব।’’ বজরংয়ের গলাতেও একই সুর। শুক্রবার আদালতের এই নির্দেশের পর অনেকেই মনে করছেন, ব্রিজভূষণের গ্রেফতারি এখন সময়ের অপেক্ষা কেবল।

More Articles