বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে ডাক পেলেন না ৮৩-র নায়ক কপিল দেব

ICC World Cup Final, Kapil Dev: এত তারার ভিড়ে নেই সেই মানুষটিই, যার হাত ধরে একদিন বিশ্বকাপের দুনিয়ায় উত্থান হয়েছিল ভারতের, সেই কপিল দেবই উপেক্ষিত ২০২৩-এর ফাইনাল ম্যাচে।

আইসিসি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ২০১১-য় এসেছিল শেষবার জয়। তার পর এই চতুর্থবার বিশ্বকাপ ফাইনালে ভারত। স্বাভাবিক ভাবেই দেশ কাবু বিশ্বকাপ ফাইনাল জ্বরে। এদিকে সেই ফাইনাল ম্যাচেই ডাক পেলেন না ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি, ১৯৮৩ বিশ্বকাপ জয়ের নায়ক কপিল দেব। ঘটনার কথা জানিয়েছেন কপিল নিজেই। ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, "ওরা আমায় ডাকেনি। আমিও যাইনি। আমি চেয়েছিলাম ১৯৮৩ বিশ্বকাপ বিজয়ী দলের সব সদস্যকে আমন্ত্রণ জানানো হোক।"

রবিবার সকাল থেকেই আলাদা উন্মাদনা দেশের আনাচে-কানাচে। বিশ্বকাপ ফাইনাল বলে কথা। কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যেন রবিবার চাঁদের হাট। বিনোদন দুনিয়া থেকে খেলার দুনিয়ার তাবড় মানুষজন জড়ো হয়েছেন খেলা দেখতে। সপরিবার শাহরুখ খান থেকে দীপিকা-রণবীর থেকে শুরু করে প্রকাশ পাডুকোণ, দক্ষিণী তারকা নাগার্জুনা থেকে শুরু করে কে নেই! তবে এত তারার ভিড়ে নেই সেই মানুষটিই, যার হাত ধরে একদিন বিশ্বকাপের দুনিয়ায় উত্থান হয়েছিল ভারতের, সেই কপিল দেবই উপেক্ষিত ২০২৩-এর ফাইনাল ম্যাচে। বিসিসিআইয়ের তরফ থেকে আমন্ত্রণ পেলেন না প্রবাদপ্রতিম এই ক্রিকেট ব্যক্তিত্ব। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় হতবাক গোটা ক্রিকেটমহল।

আরও পড়ুন: চরম মুহূর্তে কেন ব্যর্থ রোহিত শর্মা, বিরাট কোহলিরা?

প্রায় ১২ বছর পরে ভারতে ফের ওডিআই বিশ্বকাপ। তার উপর পরে এত বছর পরে ফাইনালে ভারত। উল্টোদিকে অস্ট্রেলিয়ার মতো পাঁচ বারের বিশ্বকাপ জয়ী দল। স্বাভাবিক ভাবেই জল্পনা তুঙ্গে। সেই বিশ্বকাপকে ঢেলে সাজিয়েছে বিসিসিআই। গান, নাচ, এয়ার শো- কী ছিল না সকাল থেকে। রবিবারের ফাইনাল ম্যাচে বিশ্বজয়ী সমস্ত অধিনায়ককেই আমন্ত্রণের চিঠি পাঠিয়েছে আইসিসি। তবে সূত্রের খবর, বিসিসিআই বা আইসিসি কারওর তরফেই কোনও আমন্ত্রণ পাননি কপিল দেব।

Kapil Dev on not receiving invitation for World Cup 2023 final

ভারতবর্ষের ক্রিকেটের চেহারাটাই একেবারে বদলে দিয়েছিল ১৯৮৩’র সেই বিশ্বকাপ। সেই জয়ের নেপথ্যে ছিলেন হরিয়ানা হ্যারিকেন। ভারতের কাছে ৮৩’র বিশ্বকাপ রূপকথার মতোই। ভারতকে সেই জয় এনে দিয়েছিলেন কপিল। আজ এক যুগ পর ভারতের সামনে ফের বিশ্বকাপের হাতছানি। তবে মাঠে নেই সেই নেপথ্যনায়ক কপিল দেব! স্বাভাবিক ভাবেই যা মানতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা।

Kapil Dev on not receiving invitation for World Cup 2023 final

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। স্বাভাবিক ভাবেই অভিমান ঝরে পড়েছে কপিল দেবের গলায়। যদিও অভিভাবকসুলভ উদারতায় বিসিসিআইয়ের ভুল ঢাকারও চেষ্টা করেছেন তিনি। যদিও জানিয়েছেন, এতে তেমন কোনও জটিলতা নেই। তাঁকে ডাকা হয়নি। তাই তিনি আমেদাবাদমুখো হননি।

আরও পড়ুন:দ্রাবিড় শিখিয়েছেন: যত্ন করে হারতে শেখাটাও জরুরি

কপিল দেব আমন্ত্রণ না পেলেও রবিবার ফাইনালের ম্যাচে হাজির হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি থেকে শুরু করে সৌরভ সকলেই। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় আদৌ বিসিসিআইয়ের আমন্ত্র পেয়েছেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। মাঠে রয়েছেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট জয় শাহও। প্রশ্ন উঠেছে, খুব কি কঠিন কিছু ছিল ৮৩-র বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়াকে আমন্ত্রণ জানানো ফাইনাল ম্যাচে? কপিল দেবের গলায় ধরা পড়েছে হতাশা, এত আয়োজনের মধ্যে হয়তো ভুলে গিয়েছেন আয়োজকেরা? ইতিহাস বিস্মৃত জাতি হিসেবে বাঙালির নামডাক রয়েছে। তবে সেই রোগ ধরল গোটা দেশেরই? প্রশ্ন গোটা ক্রিকেটপ্রেমীমহলের।

 

More Articles