পাল্টে গেল মাদ্রাসা! সমস্ত বৈশিষ্ট্য ধুয়েমুছে 'মি স্কুল' গড়ল বিজেপি সরকার

Assam, Madrasas and schools: অসমে অন্তত ১,২৮১টি মাদ্রাসা রয়েছে। যেগুলিকে আর মাদ্রাসা বলা যাবে না উত্তরপূর্বের রাজ্যটিতে। সেই সমস্ত মাদ্রাসার নয়া নাম এখন মি (মিডল ইংলিশ) স্কুল।

ছিল মাদ্রাসা, হয়ে গেল 'মি'। অবাক হচ্ছেন? তবে এমন রুমালদের বিড়াল হয়ে ওঠা- দেখতে দেখতে দেশবাসীর এখন চোখ সওয়া। ছিল এলাহাবাদ, হয়ে গেছে প্রয়াগরাজ। মোদি শাসনে এসে মোঘলসরাই হয়েছে পণ্ডিত দীনদয়াল স্টেশন উপাধ্যায়। হালে আলিগড়ের নাম পাল্টে জায়গাটিকে হরিগড় করার সিদ্ধান্ত হয়েছে। এমনকী পাশ হয়ে গিয়েছে প্রস্তাবও। এখানেই শেষ নয়। এবার অসমে পাল্টে গেল সমস্ত মাদ্রাসার নাম। এবার থেকে সেগুলিকে মি (মিডল ইংলিশ) স্কুল বলে ডাকা হবে বলে নিদান দিলেন সে রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু।

অ-হিন্দু প্রায় সব কিছুর নামই পাল্টে দিতে তৎপর মোদি সরকার। উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে বারবার পাল্টে গিয়েছে জায়গার নাম। এমনকী মানচিত্র থেকে 'ইন্ডিয়া' শব্দটি মুছে দিতেও দিন কয়েক আগে উঠেপড়ে লেগেছিল মোদি সরকার। ঠিক করা হয়েছিল, আর 'ইন্ডিয়া' নামে নয়, এবার থেকে ভারতবর্ষকে ডাকা হবে শুধুমাত্র 'ভারত' নামেই। এবার মাদ্রাজা শব্দটিই আঞ্চলিক শব্দভাণ্ডার থেকে ছেঁটে ফেলতে চাইল অসম সরকার।

আরও পড়ুন: ঐতিহাসিক আলিগড়ের নাম বদলে দিচ্ছে বিজেপি? ‘আলি’ বাদ দিয়ে বসছে…

অসমে অন্তত ১,২৮১টি মাদ্রাসা রয়েছে। যেগুলিকে আর মাদ্রাসা বলা যাবে না উত্তরপূর্বের রাজ্যটিতে। সেই সমস্ত মাদ্রাসার নয়া নাম এখন মি (মিডল ইংলিশ) স্কুল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনেকদিনের পরিকল্পনা ছিল মাদ্রাসাগুলির নাম পরিবর্তনের। অবশেষে সেই কাজটাই সেরে ফেলল অসম সরকার। অসমের স্কুল শিক্ষা বোর্ডের অধীরে সমস্ত সরকারি ও আঞ্চলিক মাদ্রাসা স্কুলকে পরিণত করা হল সাধারণ স্কুলে। স্কুল এডুকেশন বোর্ড অব অসম ( SEBA)-র তরফে স্কুল শিক্ষামন্ত্রী পেগু মাইক্রোব্লগিং সাইট এক্স-এ কথা জানিয়েছেন।

 

রাজ্যের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ইচ্ছা অনেকদিন আগে থেকেই প্রকাশ করে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির বিশ্বস্ত কর্মী ও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর একনিষ্ঠ সেবক হিমন্ত বিশ্ব শর্মার মার্গ যে সে রাস্তা হয়েই যাবে, তাতে আর অবাক হওয়ার কী আছে। তীব্র হিন্দুত্ববাদের হাওয়ায় থরহরিকম্পমান গোটা দেশ। দিন কয়েক বাদেই হইহই করে অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রামমন্দির। এই আবহে হিমন্ত বিশ্ব শর্মার এই মাদ্রাসার নাম ও গোটা অস্তিত্বটাই যে পরিবর্তন করে দিলেন সরকারি ভাবে, তাতে প্রবল হয়ে উঠল হিন্দুত্ববাদের সেই চরম প্রকাশই।

আরও পড়ুন: বিজ্ঞানের শ্রাদ্ধ, ইতিহাসের অন্তর্জলি যাত্রা! সৌজন্যে বিজেপি

গত বছর নাগাদই রাজ্যের মাদ্রাসা স্কুলগুলিকে বন্ধ করার কথা ঘোষণা করেছিল হিমন্ত বিশ্ব শর্মা সরকার। সেই নিয়ে কম বিতর্কও হয়নি। বেশ কিছুদিন ধরে অসমের মাদ্রাসাগুলির উপরে কড়া নজর রেখেছিল অসম স্কুল শিক্ষা দফতর। প্রাথমিক স্কুল শিক্ষা দফতর দিয়ে বেশ কয়েকটি সমীক্ষাও করা হয়। অসম সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, মাদ্রাসাগুলির পরিচালনায় ৫০০ কোটি টাকার প্রকল্প নিয়েছে অসম সরকার। তার আওতাতেই সমস্ত মাদ্রাসা স্কুলের নাম পাল্টে গেল এই ডিসেম্বর মাস থেকে। এবার থেকে সেগুলি অসম সরকার পরিচালিত মি স্কুল। রাজ্য থেকে অ-হিন্দু ভাবনাচিন্তা, শিক্ষার প্রভাব একেবারে মুছে ফেলতেই কি এই সিদ্ধান্ত, উঠেছে প্রশ্ন। 

More Articles