রাতেই নামবে জোর বৃষ্টি, সঙ্গে আসছে ঝড়ও! কী বলছে হাওয়া অফিস?

Rain Forecast: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ ও কলকাতা সংলগ্ন এলাকায়।

তাপপ্রবাহ থেকে মুক্তি দিয়ে দিন তিনেক ধরেই কলকাতা ভিজেছে কালবৈশাখীতে। বৃহস্পতিবার সকালে সামান্য শিলাবৃষ্টিরও মুখ দেখেছিল তিলোত্তমা। এক ধাক্কায় তাপমাত্রা নেমে এসেছে অনেকটাই নিচে। আর সেই সুখের দিন এখনই ফুরোচ্ছে না বলেই খবর দিচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ ও কলকাতা সংলগ্ন এলাকায়। শুক্রবার রাতের দিকে দক্ষিণবঙ্গে ফের ঢেলে নামতে পারে হতে পারে বৃষ্টি। হতে পারে ঝড়ও। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও চলবে টানা বৃষ্টি। রবিবারের পর থেকে কমবে বৃষ্টির পরিমাণ, বাড়তে শুরু করবে তাপমাত্রা।

তবে বৃষ্টি কমলেও আগামী এক সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনা নেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন তাপমাত্রা থাকবে স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে। শুক্র ও শনিবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

আরও পড়ুন: আকাশ কালো করে মঙ্গলেও আসছে বৃষ্টি? যে সুখবর শোনাল হাওয়া অফিস

শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। হাওয়া অফিস জানাচ্ছে, কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো বেশ কিছু জেলায়। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে।

শনিবারের রেশ থাকবে রবি ও সোমবারেও। আবহবিদেরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে রবিবার ও সোমবারেও দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৫০ কিলোমিটার এবং সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা। এবং তার পর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে।

উত্তরবঙ্গেও রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। সোমবার বৃষ্টি সামান্য বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দার্জিলিং এবং জলপাইগুড়িতে দমকা ঝড় বাতাসের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: তাপপ্রবাহ, রাজ্য জুড়ে জারি হলুদ সতর্কতা! কেন এত বাড়ছে গরম?

দিন কয়েক ধরে ঘূর্ণাবর্তের কথা শোনা গেলেও আপাতত সে নিয়ে কোনও সতর্কতা জানায়নি আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়েও কোনও রকম সতর্কবার্তা জারি করা হয়নি। এক সপ্তাহের বৃষ্টির ধাক্কা কাটিয়েই কি ফের গরমে কাঁপবে দক্ষিণবঙ্গ। তবে তাপপ্রবাহের আশঙ্কা এখন তেমন নেই বলেই জানিয়েছেন আবহবিদেরা। আপাতত বৃষ্টির কল্যাণে কয়েকদিন স্বস্তিদায়ক আবহাওয়ার উপভোগ করতে চলেছেন কলকাতা ও দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

More Articles