সাংসদদের জন্য তাক লাগানো আসন! নতুন পার্লামেন্টে ঠিক কী কী রয়েছে?

New Parliament Seating : নতুন সংসদের পরিকল্পনা অনুসারে লোকসভায় যৌথ অধিবেশন হলে মোট ১,২৭২টি আসনে সদস্যরা বসতে পারবেন।

ছিল গোল, হয়ে গেল ত্রিভুজ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বড় সাধের প্রকল্প সেন্ট্রাল ভিস্তা। তার অধীনেই তৈরি হয়েছে দেশের নতুন সংসদ ভবন। পুরনো একটি সংসদ ভবন থাকতেও কেন ৮৩৬ কোটি টাকা দিয়ে নতুন সংসদ ভবন গড়া হলো, এর ব্যাখ্যা সরকার দিয়েছে প্রযুক্তি দিয়েই। লোকজন যাতে আরাম করে বসতে পারে সংসদে, ব্যবস্থা আসলে তারই। কিন্তু গোলাকার ভবনের জায়গায় হঠাৎ ত্রিভুজাকার করে কেন তৈরি হলো সংসদ? উত্তর লুকিয়ে সেই বসার বন্দোবস্তেই। নয়া সংসদের নির্মাতা, স্থপতিরা বলছেন ত্রিভুজাকাত আকৃতিতেই কোনও স্থান সর্বোচ্চ ব্যবহার করা যায়।

২০২০ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই নতুন ভবনে বড় হল, একটি লাইব্রেরি, বিশাল পার্কিং এবং কমিটি রুম রয়েছে। হলঘর এবং অফিস ঘগুলি অত্যাধুনিক সুবিধায় মোড়া। তবে গোটা ভবনেও প্রাধান্য পেয়েছে পদ্ম। তা বিজেপির প্রতীক হিসেবে নাকি দেশের জাতীয় ফুল, প্রশ্ন তুলছেন অনেকেই।

নতুন এই সংসদ ভবনের মোট এলাকা ৬৫ হাজার বর্গমিটার। সংসদের কার্যকারিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নতুন এবং আগের ভবনগুলি একসঙ্গে কাজ করবে। নতুন সংসদ ভবনে পুরনোটির চেয়ে ঢের বড় আইনসভা কক্ষ থাকছে। ভারতের জাতীয় পাখি ময়ূরের নকশার উপর ভিত্তি করে নির্মিত নতুন লোকসভায় আগের আসনের তিনগুণ আসন রয়েছে। ৮৮৮টি আসন! রাজ্যসভার জন্য ৩৪৮টি আসন থাকছে। এটি আবার জাতীয় ফুল পদ্মের নকশার উপর ভিত্তি করে তৈরি। নতুন সংসদের পরিকল্পনা অনুসারে লোকসভায় যৌথ অধিবেশন হলে মোট ১,২৭২টি আসনে সদস্যরা বসতে পারবেন। নতুন সংসদ ভবনে সাংসদদের প্রতিটি আসনে মাল্টিমিডিয়া ডিসপ্লেও লাগানো হয়েছে।

আরও পড়ুন- নতুন পার্লামেন্ট গড়তে ৮৩৬ কোটি! পুরনো সংসদ ভবন তৈরি হয়েছিল কত টাকায়?

দু'টি আইনসভা ছাড়াও নতুন সংসদে একটি 'সাংবিধানিক হল' রয়েছে। এখানে ভারতীয় সংবিধানের ধারার পাণ্ডুলিপি রাখা হয়েছে। নতুন সংসদ ভবনের অফিসে সর্বাধুনিক যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে সরকার। নতুন সংসদ ভবনে অত্যাধুনিক অডিও-ভিজ্যুয়াল সিস্টেম সহ বড় কমিটি রুমও রয়েছে।

নতুন সংসদের লাইব্রেরিতে থাকছে হাওয়া-বাতাস প্রবেশ করার মতো পর্যাপ্ত জানালা এবং দরজা। একই সঙ্গে কাচের চেয়ার-সোফা-বইদানি দিয়ে সাজানো লাইব্রেরির দেওয়ালে ভারতের বিভিন্ন প্রান্তের চিত্রশিল্পও দেখা যাবে। নতুন সংসদের প্রবেশদ্বার মূলত তিনটি, জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্ম দ্বার।

নতুন সংসদ ভবনে গণমাধ্যমের জন্যও বিশেষ সুবিধা থাকছে। মিডিয়ার কর্মীদের জন্য মোট ৫৩০ টি আসন বরাদ্দ করা হয়েছে। দুই কক্ষেই সাধারণ জনগণের কাছে সংসদীয় কার্যবিবরণী সম্প্রচারের জন্য গ্যালারিও থাকছে।

 

More Articles