বলিউড বাদশার জন্য পেড়ে এনেছেন চাঁদও! কে শাহরুখের এই 'জাবরা' ফ্যান?

Shah Rukh Khan Birthday: প্রিয় অভিনেতার জন্য সেই অমূল্য উপহার প্রতিবছর দিয়ে থাকেন তাঁর এক 'জাবরা' ফ্যান। প্রতি বছরই নাকি জন্মদিনে চাঁদের একটি করে অংশ তাঁর নামে নথিভুক্ত হয়।

ষাট মানেই সিনিয়র সিটিজেন। ষাট মানে লাঠি, ষাট মানে প্রভিডেন্ট ফান্ড, এক কথায় বার্ধক্যের সিলমোহর দেওয়া দরজায় দিয়ে ঢুকে পড়া। আর সেই দরজা থেকে মাত্র দু'পা দূরে হেঁটে বেড়াচ্ছেন শাহরুখ খান। বলা ভালো লাঠির ভাবনা না ভেবেই বহাল তবিয়তে হেঁটে বেড়াচ্ছেন। আজও তিনি যেন ছাব্বিশের ছোকরা। এই পাহাড় ডিঙোচ্ছেন, এই হেলিকপ্টার থেকে লাফ দিচ্ছেন! দুশমনদের এই পিটিয়ে ছাতু করছেন তো এই বরফমাখা পাহাড়চুড়োয় নায়িকার সঙ্গে রোম্যান্স। বয়সের ছাপ পড়ে না সে শরীরে। সাধে কি আর এই এতগুলো বছর পেরিয়েও তিনি বলিউডের বেতাজ বাদশা!

'পাঠান' থেকে'জওয়ান', এই বছরটা দর্শকদের যাবতীয় খেদ সুদে-আসলে মিটিয়ে দিয়েছেন শাহরুখ। সামনের ক্রিসমাসে আবার মুক্তি পাচ্ছে শাহরুখ অভিনীত 'ডানকি'। যার জন্য অধীর অপেক্ষায় বুক পেতেছেন আপামর কিং খান ভক্ত। দেখতে দেখতে ৫৮ পেরোলেন শাহরুখ। প্রতিবছর তাঁর নভেম্বরের ২ তারিখ ঘিরে দর্শকদের আলাদাই উন্মাদনা। মন্নতের বারান্দা থেকে কখন তিনি এসে ছুড়ে দেবেন একটি চাহনি, একবার হাত নেড়ে দেবেন জমে থাকা ভিড়ের উদ্দেশ্য়ে, সে জন্য মধ্যরাত থেকে ভিড় জমতে থাকে মায়ানগরীর ওই এলাকায়। যেন আস্ত একটা উৎসব। হবে না-ই বা কেন, শাহরুখ বলে কথা। তার ক্যারিশমাই এমন। তাঁর জন্য 'চাঁদ তারে' অন্তরীক্ষ থেকে খসিয়ে আনতেও দু'বার ভাবে না ভক্তকূল।

আরও পড়ুন: আমজনতার রাগ, বেদনাকে জিতিয়ে দিলেন শাহরুখ! কেন দেখতেই হবে জওয়ান?

না,শুধু গানের কথাতে নয়, বাস্তবেও তার জন্য চাঁদ মাটিতে নিয়ে আসতে পারে, এমন ভক্ত রয়েছে বলিউড বাদশার। যিনি কিং খানের প্রতি জন্মদিনে একখণ্ড করে চাঁদ এনে দেন প্রিয় তারকার জন্য। প্রতিবছর জন্মদিনে অগণিত ভক্তদের থেকে অসংখ্য উপহার পান শাহরুখ। তার মধ্যে অনেক উপহারই বেশ দামী। তাই বলে চাঁদ! প্রিয় অভিনেতার জন্য সেই অমূল্য উপহার প্রতিবছর দিয়ে থাকেন তাঁর এক 'জাবরা' ফ্যান। প্রতি বছরই নাকি জন্মদিনে চাঁদের একটি করে অংশ তাঁর নামে নথিভুক্ত হয়।

A fan of Shah Rukh Khan gifts him land on moon each year

ইতিমধ্যেই চাঁদের কয়েক একর জমির মালিক কিং খান। ২০০৯ সালের হিসেবে চাঁদের প্রতি একর জমির দাম ছিল মোটামুটি ৩৭ ডলারের কাছাকাছি। ভারতীয় মূল্যে যা দাঁড়ায় ১৮০০ টাকার কাছেপিঠে। সেই জমিই প্রতি জন্মদিনে উপহারস্বরূপ পান কিং খান। আর সেই উপহারের নেপথ্যে থাকেন এক অস্ট্রেলীয় মহিলা। শাহরুখ নিজেই জানিয়েছেন, প্রতি বছর তাঁর ওই জাবরা ফ্যান তাঁর নামে একটু করে চাঁদের জমি কিনে দেন। লুনার রিপাবলিক সোসাইটির তরফে শংসাপত্র এসে পৌঁছয় শাহরুখের কাছে। জমির পাশাপাশি প্রিয় তারকাকে রঙিন সব ইমেলও পাঠান স্যান্ডি নামে সেই মহিলা।

এত কিছু থাকতে কেনই বা চাঁদ। ২০০৯ সালে একটি সংবাদমাধ্যম স্যান্ডির সঙ্গে যোগাযোগ করে। তাঁকে জিজ্ঞেস করা হলে স্যান্ডি জানান, তিনি শাহরুখের জন্য চাঁদে জমি কেনা শুরু করেছিলেন। কারণ তিনি চেয়েছিলেন চাঁদের প্রথম হিন্দি ছবির নায়ক হবেন তাঁর প্রিয় কিং খানই। প্রিয় তারকা সব ব্যাপারেই প্রথমে থাকুক, এমন সাধ কোন ভক্তেরই বা না হয়। ২০০২ সাল থেকে চাঁদে শাহরুখের নামে জমি কেনা শুরু করেন তিনি। এমনকী তিনি বৃশ্চিক তারামণ্ডলে শাহরুখের নামে একটি তারার নামও রাখেন তিনি। সেটাও নাকি বলিউড হিরোদের ইতিহাসে প্রথম। চাঁদ, তারার পর সূর্যের দিকেও তিনি হাত বাড়াতে চান প্রিয় তারকার জন্য।

A fan of Shah Rukh Khan gifts him land on moon each year

বহুবার শাহরুখকে চিঠি লিখেছেন তাঁর এই জাবরা ফ্যান। উত্তর পাননি বেশিরভাগ ক্ষেত্রেই। তিনি জানতেন, তারকাদের হাতে ভক্তদের চিঠির জবার দেওয়ার মতো সময় কোথায়! তবে সাক্ষাৎকারে যখন শাহরুখ তাঁর নাম করেন, সমস্ত খেদ একসঙ্গে মিটে গিয়েছিল তাঁর। তিনিও বোধহয় পৌঁছে গিয়েছিলেন সেই চাঁদের মাটিতে। যেখানে প্রিয় তারকার জন্য জমি কিনেছেন তিনি। সেখানেই প্রিয় তারকার জন্য একটু একটু ভূমি সঞ্চয় করে চলেছেন তাঁর এই ভক্ত।

আরও পড়ুন: বড়দিনে শাহরুখের হ্যাটট্রিক! কিং খানের ‘ডানকি’ আসলে কী নিয়ে জানেন?

২০২৩ সালে তৃতীয়বারের চেষ্টায় প্রথম চাঁদে পৌঁছেছে ভারত। সেখানে দেশের ছাপ ছেড়ে এসেছে চন্দ্রযান ৩-র রোভার প্রজ্ঞান। কিন্তু আসলে তো চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছোঁয়ার বছর কুড়ি আগেই চাঁদ ছুঁয়ে ফেলেছিল ভারত। সেই আটান্ন বছরের জোয়ানটির হাত ধরে। শুধু ছুঁয়েই ফেলেনি, রীতিমতো চাঁদকে পেয়ে গিয়েছে হাতের নাগালে। শাহরুখ খান যে এ দেশের মানুষের নিজস্ব এক আবেগের নাম, সে কথা কি আর নতুন করে বলে দিতে হয় নাকি!

More Articles