কফিতে রক্তের দাগ! ইজরায়েল প্যালেস্তাইনের যুদ্ধে কেন স্টারবাকস বয়কটের ডাক?

Boycott Starbucks : স্টারবাকস সুচতুরভাবে নিজেকে এই শ্রমিক সংগঠন থেকে দূরে রেখে একটি বিবৃতি প্রকাশ করেছে।

বয়কট স্টারবাকস! বিশ্বজুড়ে বিখ্যাত কফি প্রস্তুতকারক সংস্থাকে বয়কট করার ডাক উঠেছে ইজরায়েল প্যালেস্তাইনের সংঘাতের মাঝে। এই হানাহানি, এই উগ্রপন্থা, এই মৃত্যুর মধ্যে হঠাৎ কফি জুড়ে গেল কীভাবে? এর নেপথ্যে রয়েছে শ্রমিক ইউনিয়ন স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড প্রকাশিত একটি প্যালেস্তাইনপন্থী বিবৃতি। প্যালেস্তাইনের হামাস জঙ্গিগোষ্ঠী কিছুকাল আগেই হামলা চালায় ইজরায়েলে, পাল্টা হামলায় গুঁড়িয়ে যাচ্ছে গাজা। এই যুদ্ধের মধ্যে দাঁড়িয়ে স্টারবাকসের এই শ্রমিক সংগঠন পক্ষ নিয়েছে প্যালেস্তাইনের। ফলত, স্টারবাকস বয়কটের ডাক উঠেছে বিশ্বজুড়ে। ঠিক এইখানেই স্টারবাকস সম্পূর্ণ পৃথক একটি মতামত প্রকাশ করে খেলার বাঁক বদলে দিয়েছে।

স্টারবাকস নিজের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে এই শ্রমিক ইউনিয়নটি একটি পৃথক সত্তা। স্টারবাকসের সঙ্গে তা কোনওভাবেই সংযুক্ত নয়। সার্ভিস এমপ্লয়িজ ইন্টারন্যাশনাল ইউনিয়নের একটি সহযোগী সংগঠন হচ্ছে স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড। এই সংগঠনটি অনলাইনে প্যালেস্তাইনকে সমর্থন করে একটি পোস্ট শেয়ার করা হরে। ফ্লোরিডার সেনেটর রিক স্কট জনপ্রিয় এই কফি চেইনটিকে তীব্র আক্রমণ করেন এই পোস্ট ঘিরে। পরে অবশ্য সেই পোস্ট মুছেও ফেলা হয়।

আরও পড়ুন- ইজরায়েলের ডানপন্থী সরকার প্যালেস্তাইনের হামাস, দুইয়ের পতন চাই

এই শ্রমিক সংগঠন প্যালেস্তাইনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ওই মুছে ফেলা পোস্টে একটি ছবি শেয়ার করে সংগঠনটি যেখানে গাজার প্রতিরোধী বাহিনী, এক্ষেত্রে হামাস ইজরায়েলের সীমান্তের বেড়া ভেঙে ফেলছে। এই ঘটনাটিতে হামাসের মতো জঙ্গিগোষ্ঠীকে সমর্থন, ইজরায়েলের সাধারণ মানুষদের হত্যাকে সমর্থন জোগানোর অভিযোগ ওঠে শ্রমিক সংগঠনের বিরুদ্ধে।

 

৭ অক্টোবর হামাস ইজরায়েলে হামলা চালায়। গাজার ইতিহাসে সবচেয়ে মারাত্মক ফিলিস্তিনি জঙ্গি হামলা ছিল এটি। ইজরায়েলও পরবর্তীকালে গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে। শুক্রবার পর্যন্ত, ইজরায়েলে কমপক্ষে ১,৩০০ জন নিহত হয়েছেন। গাজায় প্রায় ১,৫০০ মানুষের মৃত্যু হয়েছে।

সেনেটর স্কট এক্স-এ লিখেছেন, "এটি ঘৃণ্য। প্রত্যেক আমেরিকাবাসীর উচিত ইরান-সমর্থিত হামাস সন্ত্রাসীরা ইজরায়েলে যে নৃশংস হামলা চালিয়েছে তার নিন্দা করা। স্টারবাকসকে বয়কট করুন যতক্ষণ না তার নেতৃত্ব সন্ত্রাসবাদের সমর্থন করা এই ভয়াবহ ঘটনার বিরুদ্ধে কঠোর নিন্দা ও ব্যবস্থা নেয়।"

আরও পড়ুন- হাসপাতাল থেকে আর কখনও ফিরবে বাবা? গাজায় পথ চেয়ে একরত্তি মেয়ে

তারপর থেকেই 'স্টারবাকসের কফিতে রক্ত' নামে প্রচার চলতে থাকে। কীভাবে হামাসের মতো জঙ্গিগোষ্ঠীকে সমর্থন করা সম্ভব, তা নিয়েও ব্যাপক বিতর্ক উঠেছে। স্টারবাকসকেও 'শেষ করে দেওয়া'র দাবি উঠেছে পাল্টা। অনেকেই আবার মনে করছেন, ইজরায়েল-গাজা দ্বন্দ্ব একটি অত্যন্ত বিতর্কিত এবং জটিল সমস্যা। এর পক্ষ নেওয়া বা এই বিষয়ে মতামত দেওয়া খুব সরলরৈখিক বিষয় নয়। স্টারবাকস নিজেও বিশ্বব্যাপী এক সংস্থা। ফলে এইখানকার শ্রমিক সংগঠনের মানুষরা কী ভাবছেন, কীভাবে ভাবছেন, তা বিশ্লেষণ করা সহজ না।

স্টারবাকস তাই সুচতুরভাবে নিজেকে এই শ্রমিক সংগঠন থেকে দূরে রেখে একটি বিবৃতি প্রকাশ করেছে। স্টারবাকস বলছে, "আমরা দ্ব্যর্থহীনভাবে সন্ত্রাস, ঘৃণা এবং হিংসার নিন্দা জানাই এবং আমরা ওয়ার্কার্স ইউনাইটেড ও এর সদস্যদের প্রকাশিত বিবৃতি ও মতামতের সঙ্গে একমত নই। ওয়ার্কার্স ইউনাইটেডের মতামত ও কাজ তাদের একেবারেই নিজস্ব।"

স্টারবাকস এই বয়কটের খাঁড়া সরাতে বলেছে, ওয়ার্কার্স ইউনাইটেড, এর স্থানীয় সহযোগী, শ্রমিক সংগঠনের নেতারা এবং যারা 'স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড'-এর সদস্য তারা স্টারবাকস কফি কোম্পানির পক্ষে কথা বলে না এবং কোম্পানির মতামত, অবস্থান বা বিশ্বাসের প্রতিনিধিত্বও করে না। স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড নামে কোনও আইনি সত্তা নেই৷' সার্ভিস এমপ্লয়িজ ইন্টারন্যাশনাল ইউনিয়নের একটি অংশ এটি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন শিল্পে কাজ করা কুড়ি লক্ষেরও বেশি সদস্য রয়েছে তাঁদের।

 

More Articles