গেরুয়া শরণেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়! কেন বিজেপিকে বেছে নিলেন প্রাক্তন বিচারপতি?

Justice Abhijit Ganguly: রাজনীতিতে নামার জন্যই তাহলে আদালতকে ব্যবহার করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

বিজেপিতেই যাচ্ছেন তিনি। ৭ মার্চ আনুষ্ঠানিকভাবে গেরুয়া দলে যোগ দেবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সল্টলেকে নিজের বাড়িতেই মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বিজেপির কর্মসূচি রূপায়ন করতেই কাজ করবেন তিনি। এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, বাম-বিজেপি-কংগ্রেস ছোট অনেক রাজনৈতিক দল আছে কিন্তু কোন দলে যাবেন তা বলেননি। অভিজিৎ ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছিল বিজেপিতে যাবেন অভিজিৎ। এমনকী বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে তমলুক আসন থেকেও লড়বেন তিনি। মঙ্গলবার নিজমুখে ঘোষণা করলেন বিজেপিতে যোগদানের কথা। কিন্তু কোন আসন তা জানাননি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও আসন থেকে দাঁড়ালে প্রকৃত লড়াই হবে বলে জানান তিনি।

কেন বিজেপিকেই বাছলেন অভিজিৎ? প্রাক্তন বিচারপতি বলেছেন, বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল যারা তৃণমূলের মতো দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে। তাঁর বিভিন্ন রায় নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল বহুবার আক্রমণ করেছে, অপমান করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাই অবশেষে শাসকের 'অনুপ্রেরণাতেই' তিনি নিজের বহু আর্থিক ক্ষতি করে এই সিদ্ধান্ত নিয়েছেন। অভিজিৎ জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের আগে অবসর নেওয়াতে পেনশন যা পাবেন তা মাইনের থেকে ঢের কম। তারপরেও এই সিদ্ধান্ত নিতে হলো তাঁকে, কারণ তৃণমূল তাঁর বিচারকে নয়, ব্যক্তিগতভাবে বিচারপতিকেই অপমান করছে। বিচারপতিকে অপমান করা যায় না। তৃণমূলের দুষ্কৃতীদের কেলেঙ্কারি ফাঁস হয়ে যাচ্ছিল বলেই শাসকদল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছে।

আরও পড়ুন- অভিজিৎ একা নন, আদালত থেকে সরাসরি রাজনীতিতে এসেছেন যে সব বিচারপতিরা

অভিজিৎ বলছেন, তাঁর রায়ে মন্ত্রী, আমলার ছদ্মবেশে লুকিয়ে থাকা তৃণমূলের দুষ্কৃতীরা অনেকেই জেলে। তাহলে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অভিজিৎ কি মেনে নিচ্ছেন বিজেপি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত? অভিজিৎ অবশ্য স্পষ্ট উত্তর দেননি। বলেছেন, "আমি জানি না, আমি দায়িত্ব পেলে দুর্নীতি মুক্ত করার কাজই করব।" তিনি মনে করেন রাজনীতি এখন সম্পূর্ণভাবেই দুর্বৃত্ত দ্বারা পরিবেষ্টিত, অনেক বাঙালি সরাসরি রাজনীতিতে আসতে ইচ্ছুক কিন্তু দুর্বৃত্তদের দেখে আসেন না। অভিজিৎ চান তাঁরা নির্ভয়ে আসুন। রাজনীতিতে শিক্ষিত মানুষের প্রয়োজন বলেই তিনিও এই পথ বেছেছেন।

রাজনীতিতে নামার জন্যই তাহলে আদালতকে ব্যবহার করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি। শুধু বলেছেন, মোদি অত্যন্ত ভালো মানুষ, কর্মঠ মানুষ। দেশের জন্য কিছু করছেন মোদি। কংগ্রেস এমন একটি দল যা আসলে একটি পরিবারের জমিদারি। অভিজিৎ বলেন, "আমি কংগ্রেসের দলেরই অতুল্য ঘোষের বই পড়েছিলাম। তাতে দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্পর্কে অতুল্য ঘোষ নিজে কী লিখে গেছেন।" বিচারকের আসনে থেকে যা করা যায় না, রাজনীতিতে নেমে তাই করতে চাইছেন অভিজিৎ।

More Articles