ফের ভারতে আসতে পারবেন কানাডার মানুষ, কাদের কাদের ভিসা দিচ্ছে নয়াদিল্লি?

India resumes visa services in Canada: ফের কানাডার নাগরিকদের জন্য ভারতীয় ভিসা চালু করার পথে হাঁটল নয়া দিল্লি। ২৬ অক্টোবর, বৃহস্পতিবার থেকে ফের শুরু হল সেই পরিষেবা।

এককালে যে দেশের সঙ্গে রীতিমতো গলায় গলায় ভাব ছিল ভারতের, সেই কানাডার সঙ্গেই সম্প্রতি দ্বৈরথে জড়ায় নয়াদিল্লি। দীর্ঘদিন ধরেই কানাডার বিরুদ্ধে খলিস্তানি জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ করে আসছে ভারতের বিদেশমন্ত্রক। কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জরকে কেন্দ্র করে সেই দ্বৈরথ চরমে পৌঁছয়। অবস্থা এমন দাঁড়ায় যে কানাডার নাগরিকদের ভিসা পরিষেবা দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় ভারতের পক্ষ থেকে। তবে সেই সমস্যা দূরে সরিয়ে রেখে ফের কানাডার নাগরিকদের জন্য ভারতীয় ভিসা চালু করার পথে হাঁটল নয়া দিল্লি। ২৬ অক্টোবর, বৃহস্পতিবার থেকে ফের শুরু হল সেই পরিষেবা।

ওটাওয়ার ভারতীয় হাই কমিশন বুধবারই জানিয়ে দিয়েছে, ফের কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা শুরু করছে নয়াদিল্লি। তবে বিশেষ কয়েকটি ক্ষেত্রের জন্যই শুধু চালু হচ্ছে সেই পরিষেবা। জানা গিয়েছে, আপাতত এনট্রি ভিসা, বিসনেস ভিসা, মেডিক্যাল ভিসা ও কনফারেন্স ভিসা- এই চার ধরনের ভিসাই চালু করা হচ্ছে। পরবর্তীকালে পরিস্থিতি বিবেচনা করে অন্য ভিসাগুলি চালুর করার কথা ভাবনাচিন্তা করা হবে।

আরও পড়ুন: কানাডার নাগরিকেরা আর এদেশের ভিসা পাবেন না, কেন?

সেপ্টেম্বরের শেষের দিকে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দেয় নয়াদিল্লি। খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের জন্য ভারতকেই দায়ী করেছিলেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। কানাডায় বরখাস্ত করা হয় ভারতীয় এক কূটনীতিককেও। এর পরেই ঝামেলা বাড়তে থাকে দু-দেশের মধ্যে। জি-২০ সম্মেলনের সময় থেকেই ভারতের সঙ্গে দূরত্ব বাড়ার ব্যাপারটি বোঝা গিয়েছিল। জি-২০ নৈশাহারে যোগ দিতে দেখা যায়নি ট্রুডোকে। উপস্থিত থেকেও কেমন যেন দূরত্ব বজায় রেখে গিয়েছিলেন তিনি। আসলে কানাডায় ট্রুডোর সমর্থনের একটি বড় অংশ জুড়ে রয়েছে সে রাজ্যের শিখ সম্প্রদায়। যার মধ্যে খলিস্তানি সমর্থকও কম নেই। এদিকে ভারতে নিষিদ্ধ সংগঠন খলিস্তান টাইগার ফোর্সের প্রধান ছিলেন হরদীপ সিং নিজ্জর। ভারতে একাধিক নাশকতা মামলায় মোস্ট ওয়ান্টেড তালিকাতেও ছিল ওই ব্যক্তি। গত জুন মাসে গুরুদ্বারের বাইরে গুলি করে খুন করা হয় তাকে। পাকিস্তানের একাধিক খলিস্তানি সংগঠনের সঙ্গেও যোগ ছিল তার। এমনকী কানাডায় জঙ্গি প্রশিক্ষণ শিবির চালানোর অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এ হেন হরদীপের খুনের জন্য ভারতকে সরাসরি দায়ী করলেও কোনও প্রমাণ দেখাতে পারেনি কানাডা সরকার। এদিকে সে দেশে বসবাসকারী ভারতীয়দের দেশ ছাড়ার হুমকি দিতে থাকে একাধিক খলিস্তানি সংগঠন। যদিও সে সময় তাদের পাশেই দাঁড়িয়েছিল কানাডা। তবে কানাডার মাটিতে তাদের নাগরিকদের খুন বরখাস্ত করা হবে না বলেও জানিয়ে দেয় ট্রুডো প্রশাসন। বেঙ্গালুরু, চন্ডীগড়, মুম্বই থেকে নিজেদের কূটনীতিক সরিয়ে নেয় তারা। ভারত থেকে ফিরিয়ে নেওয়া হয়েছিল মোট ৪১ জন কানাডার কূটনীতিককে। ভিসা পরিষেবা বন্ধেরও হুমকি দেয় কানাডা।

India to resume some visa services in Canada over a month after suspending them

 

সব মিলিয়ে অশান্তি পৌঁছয় চরমে। ২০১৮ সালে ভারত সফরের সময় যে ট্রুডোর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুসম্পর্ক ছিল চোখে পড়ার মতো, ছেদ পড়ে তাতেও। কানাডার পদক্ষেপের পাল্টা দিতে এ দেশের কানাডার কূটনীতিককে বরখাস্ত করে ভারত। কানাডা হুমকি দিয়ে থামলেও ভারত থামেনি। বন্ধ করে দেওয়া হয়ে কানাডার নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার সমস্ত প্রক্রিয়া। এদিকে কানাডা কার্যত অন্যতম জায়গা, যেখানে প্রতিবছর হাজার হাজার ভারতীয়েরা যান। পড়াশোনা থেকে শুরু করে চাকরিবাকরি, এমনকী চিকিৎসার জন্যও ভারতীয় অভিবাসীদের ভিড় জমে কানাডায়। হরদীপ-উত্তেজনায় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে নয়াদিল্লির। তাঁদের সতর্ক থাকার নির্দেশ দেয় ভারতীয় বিদেশমন্ত্রক।

তবে এখন সেই উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ভিসা পরিষেবা ফের চালু হওয়ার ব্যাপারটি নিয়ে অন্তত তাই মনে করা হচ্ছে। আগেই ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, কানাডার ভারতীয় কূটনীতিকদের সুরক্ষা নিশ্চিত হলে ভিসা পরিষেবা চালু করার ব্যাপারটি বিবেচনা করবে নয়া দিল্লি। তার পরেই বুধবার জানানো হল, এই চার খাতে ভিসা চালু করার ব্যাপারটি।

আরও পড়ুন:কানাডাতেই কেন আশ্রয় নিলেন শিখেরা?

এতদিন ভারতে আসার জন্য় কানাডার নাগরিকদের অন্তত ১৪ ধরনের ভিসা দিত নয়াদিল্লি। তবে আপাতত সেই চোদ্দোটির মধ্যে মাত্র চার খাতে ভিসা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনট্রি, বিজনেস, মেডিক্যাল ও কনফারেন্স, এই চার ধরনের প্রয়োজনেই ভারতে আসতে পারবেন কানাডার নাগরিকেরা। হাই কমিশন থেকে তো বটেই, ভ্যাঙ্কুভার ও টরোন্টোর কনস্য়ুলেট জেনারেল থেকেও ভিসা পাওয়া যাবে। বৃহস্পতিবার থেকেই ভিসার জন্য আবেদন করতে পারবেন কানাডার নাগরিকেরা। পরবর্তী কালে পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য ভিসাগুলি চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হয়েছে নয়াদিল্লির তরফে।

More Articles